Dec 11, 2017

জাগো নারী
শাম্মি হাবিব

হাজার বছর ধরে বন্দি থেকেছে নারী,
কপোল ভিজিয়েছে অশ্রুজলে
ডানা ঝাপটে মরেছে,
তবুও বাইরের আলো চোখে পড়েনি।
আজ জেগেছে তারা,
দুঃখ আর অভিমানে বড় হল যারা।
এখনো আকাশে অনেক মেঘ, চারদিক অন্ধকার,
পিশাচ আর হায়নারা শুধু জেগে আছে!
কিন্তু কোন কিছুতেই ভিত নয় নারী।
ঘরের দেয়াল ভেঙেছে তারা,
ধরিএীর নির্মল বাতাসে বুক ভরে নিঃশাস নিতে চায়।
কেউ কেউ ঘরে বসে ছটফট করছিল
আজ তাদের বুকে সমুদ্রের উন্মাদনা, কণ্ঠে জয়ধ্বনি,
কেউ তাদের রোধ করতে পারবেনা।
পাল তুলে চলেছে তরী, শক্ত হাতে ধরেছে হাল,
ভাসিয়ে নিচ্ছে অশুভ শক্তিকে
সব আঁধার দূর করে নতুন সূর্য আনবে তারা।
নারী আর খাবেনা মার, পাবেনা অর্ধেক মজুরি
এই দুনিয়ায় জানবে সবাই
নারী-পুরুষে কোন ভেদাভেদ নাই।

0 Comments

Leave a Comment

সব খবর (সব প্রকাশিত)

লক্ষ্য করুন

প্রবাসের আরো খবর কিংবা অন্য যে কোন খবর অথবা লেখালেখি ইত্যাদি খুঁজতে উপরে মেনুতে গিয়ে আপনার কাংখিত অংশে ক্লিক করুন। অথবা ‌উপরেরর মেনু'র সর্বডানে সার্চ আইকনে ক্লিক করুন এবং আপনার খবর বা লেখার হেডিং এর একটি শব্দ ইউনিকোড ফন্টে টাইপ করে সার্চ আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।